Wednesday, 7 October 2015

সাক্ষী


কবিঃ-লক্ষ্মীনাথ ফুকন

           

দেখা পাই কিয় বা লুকালা,

মণিটি যে সুলকি পৰিল ?

আঁচলৰ আগটিতে লাগি

ফুলৰো যে পাহিটি সৰিল।



                        নেভাবিবা তুমি গুচি গলে

                        চিন তাৰ একো নেথাকিব

                        তুমি আজি আহিছিলা বুলি

                        কেৱে তাৰ প্রমাণ নিদিব।

 

এতিয়াও দুবৰি ডৰাত

পৰি আছে চৰণৰ চাব;

এতিয়াও পখিলা-শাৰীৰ

কিবা এটি আমোলন ভাব ;



                        এতিয়াও গছৰ পাতত

                        লাগি আছে উশাহ তোমাৰ ;

                        এতিয়াও তোমাৰ সুবাসে -

                        মলয়ক দিছে সুধা-ধাৰ ;



এতিয়াও লাজুকী বনৰ

গুচা নাই কুচি-মুচি ভাও ;

এতিয়াও মউ মাখিবোৰে

কাঢ়িয়ে ফুৰিছে হাম্‌ৰাও ॥





            এতিয়াও তোমাৰ গানৰ

            হোৱা নাই প্রতিধ্বনি শেষ;

            এতিয়াও নিৰলে পখীটি

            গীত গাই তন্দ্রাতে আবেশ ।





কেনিবাদি তৰাটিয়ে আহি

ইয়াতে হে আছেহি লুকাই ;

তোমাৰেহে বাতৰি প্ৰচাৰি

আকাশত জ্বলিব দুনাই।


No comments:

Post a Comment