Showing posts with label লক্ষ্মীনাথ ফুকন. Show all posts
Showing posts with label লক্ষ্মীনাথ ফুকন. Show all posts

Wednesday, 7 October 2015

বিদায় পৰত


কবিঃ-শৈলধৰ ৰাজখোৱা



এতিয়াই হয় যদি যাবৰ সময়

 তুমি মোৰ বহিবা কাষত

মোৰ এই বীণ খনি বজাবা এবাৰ

কথাখিনি পৰিব মনত ।

চকু দুটি হব মোৰ ধুৱলি-কুৱলি

কাণ হলে থাকিব সজাগ

ব লগা যিবা আছে কই যাবা তুমি

মনলৈ নানিবা বিৰাগ ।

সাক্ষী


কবিঃ-লক্ষ্মীনাথ ফুকন

           

দেখা পাই কিয় বা লুকালা,

মণিটি যে সুলকি পৰিল ?

আঁচলৰ আগটিতে লাগি

ফুলৰো যে পাহিটি সৰিল।



                        নেভাবিবা তুমি গুচি গলে

                        চিন তাৰ একো নেথাকিব

                        তুমি আজি আহিছিলা বুলি

                        কেৱে তাৰ প্রমাণ নিদিব।

 

Friday, 25 September 2015

ব্ৰহ্মপুত্ৰৰ প্ৰতি



কবিঃ-লক্ষ্মীনাথ ফুকন



হে বিশাল ব্ৰহ্মপুত্ৰ, কত শত বৰষৰ কত শত বেদনাৰ কথা,

                                      তোমাৰেই অন্তৰ গঁথা।

 কত প্ৰাণ মুঞ্জৰিলে তামাকেই সাক্ষী ৰাখি কত হিয়া উজলি উঠিলে,

                                 লুকালে বিৰহৰ ব্যথা।